ত্বকে মধু লাগানোর উপকারিতা

16

স্বাস্থ্যকথা ডেস্ক

অনেকেই ত্বকে মধু লাগান। কেউ দইয়ের সঙ্গে মধু মিশিয়ে মাখেন। কেউ আবার অন্য কিছুর সঙ্গে মধু মেশান। মধু দিয়ে রূপচর্চায় ত্বকের নানা উপকার হয়। যেমন- ১. ত্বক পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে পারে মধু। এতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। সব উপাদান মিলে ত্বক থেকে জীবাণু দূর করে। আবার ত্বক আর্দ্রও রাখে। ২. মধুতে উপস্থিত প্রোবায়োটিক ও অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকে পুষ্টি জোগায়। এতে ত্বক মসৃণ ও টানটান থাকে। দাগছোপ কম পড়ে। ফলে ত্বকে বার্ধক্য আসে দেরিতে। ৩. ত্বক যত্নে রাখার জন্য নিয়মিত মৃত কোষ তুলে ফেলা দরকার। এ কাজ করতে মধু বেশ কার্যকরী। তাই মুখে কিছু ক্ষণ মধু মেখে রেখে তার পর ধুয়ে ফেললে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে। একই কারণে মুখের কোনও মাস্ক তৈরি করলে অল্প মধু দিয়ে দেওয়া হয়। কম সময়ে উজ্জ্বলতা ফিরে পেতে অ্যাভোক্যাডো, লেবুর রস কিংবা অ্যাপেলইসডার ভিনেগারের সঙ্গে মধু মিশিয়ে নেওয়া যেতে পারে।