অনুমোদনহীন গিফট কার্ড বিক্রি চলছেই

8

 

অনুমোদনহীন গিফট কার্ড, ক্যাশ ভাউচারের মতো পণ্য বিক্রিতে পাঁচ ই-কমার্স প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। নানা অজুহাতে এখনো এসব বিক্রি করছে ওয়ালকার্ট, মোনার্ক মার্ট ও বাটা সু। এসব প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ টেকনিক্যাল কমিটির সভা বসছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও উইংয়ে (বিশ্ব বাণিজ্য সংস্থা অনুবিভাগ)। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিষয়টি জানান। কেন্দ্রীয় ই-কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী বলেন, ‘যারা এখনো এসব পণ্য বিক্রি করছেন তাদের কারণ দর্শানোর জন্য একটি ফাইল খোলা হয়েছে। অচিরেই একটি সভা করে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’ অন্যদিকে, ইভ্যালির পর চার ই-কমার্স প্রতিষ্ঠানকে এসব পণ্য বিক্রি বন্ধে নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু চিঠি পায়নি বলে জানিয়েছে একাধিক প্রতিষ্ঠান। দারাজ বাংলাদেশ ও ওয়ালকার্ট চিঠি না পাওয়ার দাবি করে। ওয়ালকার্টের ইনচার্জ শওকত ইলাহী বলেন, ‘এখন পর্যন্ত আমরা মন্ত্রণালয় থেকে কোনো চিঠি পাইনি। অন্য কোনো মাধ্যমেও আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমরা গিফট কার্ড বিক্রি করছি, তবে এগুলোর কোনো প্রমোশন (প্রচার) করছি না। যথাযথ কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দিলে আমরা অবশ্যই তা মেনে কার্যক্রম পরিচালনা করব।’ চিঠি গ্রহণ করেনি সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। প্রতিষ্ঠানটি চিঠি গ্রহণ না করায় সেটি ফেরত গিয়েছে মন্ত্রণালয়ে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ফোন ধরেননি প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার শায়ন হোসেন। পরে খুদেবার্তার জবাবে আরেক খুদেবার্তা পাঠিয়ে শায়ন বলেন, ‘আমরা যাচাই করে দেখেছি। কিন্তু কেউ কোনো চিঠি নিয়ে আমাদের অফিসে আসেনি।’ এ বিষয়ে বাটা সু’র সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।