স্যার আশুতোষ সরকারি কলেজে বাস চাই

8

দীপ্ত দেবনাথ

উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামানুসারে ১৯৩৯ সালের ১ জুলাই দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়ায় প্রতিষ্ঠিত সর্বপ্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজ। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ কলেজ থেকে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করে আসছেন। প্রায় ৬ হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত উক্ত অনার্স কলেজে। চট্টগ্রাম শহরের শতাধিক ছাত্রও উক্ত কলেজে অধ্যয়নরত। কিন্তু দুঃখের বিষয়- মেধাবী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এ কলেজের নিজস্ব কোনো পরিবহণ না থাকায় চট্টগ্রাম শহরসহ দূর-দূরান্ত থেকে অনেক ভোগান্তি নিয়ে কলেজে আসা-যাওয়া করতে হয়। অনেক ছাত্রছাত্রী আছে যারা যাতায়াতের অধিক খরচের কারণে নিয়মিত ক্লাস করতে পারে না। এছাড়াও অনেক সময় পরিবহন শ্রমিকরাও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন যা মোটেও স্বস্তিদায়ক নয়। নিজস্ব পরিবহন থাকলে চট্টগ্রাম শহরের আরো অনেক মেধাবী শিক্ষার্থী এ কলেজে অধ্যয়নে আগ্রহী হবে এবং কলেজটি আবারো পূর্বের সুনাম ফিরে পাবে।
সুতরাং উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক চট্টগ্রাম শহর থেকে অন্তত একটি বাস কলেজের জন্য বরাদ্দ দিতে এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।