পেকুয়ায় দুই করাতকল সীলগালা

4

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে করাতকলে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ চিরাই কার্যক্রম অব্যাহত রাখার দায়ে দুইটি অবৈধ করাতকল সীলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে পেকুয়া বাজার ও বারবাকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব করাতকল সীলগালা করেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।
অভিযানের বিষয়ে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, ইতোপূর্বে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে পেকুয়ায় অবৈধভাবে গড়ে উঠা বেশ কিছু করাতকল সীলগালা করা হয়েছে। আমরা খবর পেয়েছি প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কিছু অসাধু করাতকল মালিক তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অভিযান চালিয়ে এরকম দু’টি করাতকল সীলগালা করে দেওয়া হয়েছে। তাদের আইনগতাবে নিয়মিত মামলার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।