লোহাগাড়ায় সাউন্ড হেলথ হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

84

লোহাগাড়া উপজেলা সদরের সাউন্ড হেলথ হাসপাতালের ১’শ শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গত ৭ মার্চ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এ উপলক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এ.জে.এম সাদেকের সভাপতিত্বে ও পরিচালক মো. ইসমাঈলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, হাসপাতালের ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. এয়াকুব হোসেন, অধ্যাপক ডা. ফরিদুল ইসলাম, কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মাহমদুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি নিবাস দাস সাগর, আওয়ামী লীগ নেতা এইচ.এম গণি স¤্রাট, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে অতিথি ছিলেন হাসপাতাল পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক ডা. জামাল হোসেন, ডিরেক্টর ডা. খন্দকার জিয়াউর রহমান, ডা. পারভেজ সাজ্জাদ, আধুনগর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব মিয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি মো. সাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম.ডি জুনাঈদ চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন, যুগ্ম-আহবায়ক ফজলে এলাহি আরজু, পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দিন, নুরুল আলম জিকু, মিজানুর রহমান মিজান ও হাসপাতালের জেনারেল ম্যানেজার সাহাব উদ্দিনসহ প্রমুখ।
ওই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে হাসপাতালের সকল পরীক্ষায় ৩৫ শতাংশ, ভর্তি রোগীর ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় এবং অসহায়-গরিব রোগীদের জন্য বছরব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ঘোষণা করেছে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল কর্তৃপক্ষ।