রাঙ্গুনিয়ায় ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

75

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ড সদস্য জানে আলমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বেতাগী ইউনিয়ন পরিষদ, বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তিরহাট-বেতাগী সড়কের বানিয়াখোলা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল হক মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি পারভেজ হোসেন। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম তালুকদার, ইউপি সদস্য সমীর মহাজন, রফিক আহমদ, শওকত আকবর, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন, গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগ নেতা মো. মনছুর, মোস্তাক আহমেদ, মো. রিপন, রাজিব আবদুল্লাহ, রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগ নেতা মো. এনাম, মো. জসিম উদ্দিন, ইউনিয়ন যুবলীগ নেতা এম এ হাফেজ, সুরেশ মহাজন, মো. সেলিম, টিস্যু দেব, মো. মুনির, উপজেলা ছাত্রলীগ নেতা মফিজুর রহমান খান, তানজীল আহমেদ জয়, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মো. জোনায়েদ প্রমুখ।
উল্লেখ্য বেতাগী ইউনিয়ন যুবলীগ সভাপতি ও বেতাগী ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ড সদস্য জানে আলম মেম্বারের উপর শনিবার (২৭ এপ্রিল) হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তিনি বাদী হয়ে ওই দিন রাতেই রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার এজহার সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যা ৭টার দিকে পোমরা-বেতাগী জামে মসজিদের সামনে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুফিজ আহমদ চৌধুরীর (৩৫) নেতৃত্বে অজ্ঞাতনামা লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। হামলায় তার হাতের কব্জির উপরে গুরুতর যখম সহ সারা শরীরে আঘাতপ্রাপ্ত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করা হয়।