প্রতিদিন বড়রা যেভাবে ছোটদের শুদ্ধাচার শেখাবেন

16

 

সুপ্রিয়া দে

১:-বাড়িতে অতিথি আসলে সালাম দিয়ে সম্মান করতে বলবেন।
২:-প্রতিবেশীদের সাথে সু সম্পর্ক ও মিষ্টতা বজায় রাখতে বলবেন।
৩:-পরিবারের সবার কাজে সাহায্য করার মনোভাব গড়ে তুলবেন।
৪:-নিয়মিত একটি ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন।
৫:-অপরিচিত লোকের প্রলোভনের থেকে সুরক্ষার কৌশল শিখিয়ে দিবেন
৬:-ছোটদের ভুলগুলো বড়দের কাছে নির্দ্বিধায় বলার জন্য প্রলুব্ধ করবেন।
৭:-তৃতীয় লিঙ্গের মানুষের সাথে সদ ব্যবহার বা আচরণ গড়ে তোলতে চেষ্টা করবেন।
৮:-আপনার চাইতে আরো দুর্বল মানুষের জীবন নিয়ে আলোচনা করে ছোটদের মধ্যে সুখী মনোভাব গড়ে তুলবেন।
৯:-অপছন্দ ব্যক্তির সাথে খারাপ আচরণ শেখানো থেকে বিরত রাখবেন।
১০:- টাকা অপচয় না করে সঞ্চয়ী মনোবৃত্তির প্রেষনা দিবেন।
১১:-অর্থ সম্পদ থেকে বেশি নিজের জীবনের নিরাপত্তার প্রতি সজাগ দৃষ্টি রাখার ভূমিকা পালন করবেন।
১২:-বাড়িতে কেউ আসলে হাসি মুখে গ্রহণ করে বসতে বলার অনুরোধ শিখিয়ে দিবেন।
১৩;-কাউকে বিমুখ করতে হলে বিনয়ের সুরে প্রত্যাখ্যান করতে অভ্যাস করাবেন।
১৪:-নিয়মিত নিজের কাপড়,বই,আসবাবপত্র গুছিয়ে রাখলে প্রশংসা করবেন।
১৫:-স্কুলের খুটিনাটি বিষয় নিয়ে নিয়মিত ছোটদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করবেন।
১৬:-লিঙ্গবৈষম্য আচরণ থেকে বিরত থাকবেন।
১৭:-কেউ পছন্দ না করলে বিরক্ত না হয়ে কৌশলে এড়িয়ে চলতে হবে এ মনোভাব সৃষ্টি করবেন।
১৮:-কারো কাছ থেকে বেশি চাইতে বা কম দিতে চাইলে অবশ্যই বিনয় আচরণ শেখাবেন।
১৯:-মানুষের দৈহিক গঠন বা সুন্দর অসুন্দর নিয়ে কখনো ছোটদের সামনে বলবেন না।
২০:-সর্বোপরি স্রষ্টার প্রতি বিশ্বাস জাগিয়ে তুলবেন।