পেনিনসুলা পরিদর্শনে ইন্সটিটিউট অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট

54

বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্টের প্রপার্টি ভিজিট অনুষ্ঠিত হয়, চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে। এতে ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একদল শিক্ষার্থী হোটেলটি পরিদর্শন করতে যায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হোটেলের ম্যানেজার সৈয়দ রাফিদুল আলম। শিক্ষার্থীদের পুরো হোটেল পরিদর্শন শেষে কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হোটেলের অপারেশন ম্যানেজার রামেন দাশগুপ্ত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, হোটেল জগতে আছে বিশাল সম্ভাবনা এবং তিনি শিক্ষার্থীদের হোটেল জগতে ক্যারিয়ার গঠন নিয়ে নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন। আলোচনায় অধ্যক্ষ বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চট্টগ্রামের বেশ কিছু জায়গাতে আন্তর্জাতিক মানের হোটেল গড়ে উঠেছে এবং আরো প্রায় ৫ টি হোটেল তাদের কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছে। যারা এই সেক্টরে পড়াশুনা করছে তাদের জন্য রয়েছে হোটেল জগতে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। তিনি আরো বলেন, এই ধরনের চমৎকার পরিদর্শনগুলো শিক্ষার্থীদের বাস্তবিক অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে একধাপ এগিয়ে রাখবে। পরিশেষে অধ্যক্ষ হোটেল কর্তৃপক্ষকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বিজ্ঞপ্তি