নৌকা জিতলে আনোয়ারায় উন্নয়ন অব্যাহত থাকবে

33

আগামী নির্বাচনে নৌকার প্রার্থী জিতলে আনোয়ারায় উন্নয়ন অব্যাহত থাকবে। গত ১০ বছরে আনোয়ারায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে অনেক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামীতে আমার বড় ভাই নৌকার প্রার্থী আবারো নির্বাচিত হলে সেসব চলমান প্রকল্প দ্রুত শেষ করে আনোয়ারাকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করা হবে।
গতকাল শনিবার বিকেলে পূর্ব সিংহরায় নির্বাচনী গণসংযোগকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছোটভাই আনিসুজ্জামান চৌধুরী রণি এসব কথা বলেন। সিংহরা নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির আহব্বায়ক দেবপ্রসাদ বোসের সভাপতিত্বে ও রনবীর সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনসূর, সদস্য সামশুদ্দিন আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য কলিম উদ্দিন, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন মনসূর, নাছির উদ্দিন, আশীষ নাথ, সঞ্জিত দত্ত সাগর, প্রদীপ কুমার দত্ত, সাইফুল্লাহ খান চৌধুরী, ফিরোজ খান চৌধুরী, পীযূষ দত্ত প্রমুখ। এছাড়া তিনি পশ্চিম সিংহরা ও চাতরী চৌমুহনী এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন।