নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান ঊষাতন তালুকদারের

48

আসন্ন ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি ঊষাতন তালুকদার। শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী সফরকালে নির্বাচনের দিন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান তিনি। ঊষাতন তালুকদার সকালে নানিয়ারচর উপজেলা সদরের টিঅ্যান্ডটি বাজারে বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। বিকালে একই উপজেলার ঘিলাছড়ি বাজার, সদর উপজেলার কুতুকছড়ি বাজার এবং সাপছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশ করেন তিনি। ঊষাতন তালুকদারের এবারের প্রতীক সিংহ। তিনি ২০১৪ সালে এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এসব সমাবেশে এমপি ঊষাতন তালুকদার বলেন, জুম্ম জনগণের অধিকার এবং পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য পার্বত্য চুক্তি বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে। নিজেদের অধিকার আদায়ে দরকার, সংসদে সরাসরি নিজস্ব প্রতিনিধি। আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কেউ আমাদের অধিকারের কথা বলে না। তারা ব্যস্ত থাকে তাদের দলীয় স্বার্থরক্ষায় এবং লুটপাট নিয়ে। আগে তাদেরকে সর্মথন দেয়া হয়েছিল। কিন্তু তারা জুম্ম জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমাদের কোনো কথা রাখেননি তারা। গত পাঁচ বছরে আমাদের অধিকার নিয়ে সংসদে সংগ্রাম করেছি। বিদ্যুৎ, যোগাযোগ, আর্থ-সামাজিকসহ পাহাড়ের উন্নয়নে আপ্রাণ চেষ্টা করেছি। জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠাসহ পাহাড়ে বাঙালি পাহাড়ি সবার শান্তি ও উন্নয়নে আবারও সংসদে যেতে চাই। সেই লক্ষ্যে এবারও প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছি। আপনাদের সবার আশির্বাদ চাই। আমাকে আবার নির্বাচিত করলে পাহাড়ে জুম্ম জনগণের অধিকার ও শান্তি প্রতিষ্ঠায় আপ্রাণ চেষ্টা চালাব। জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র এমপি প্রার্থী ঊষাতন তালুকদার বলেন, পার্বত্য তিনটি আসনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সেনা উপস্থিতির ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। সফরকালে জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা চিংহ্লামং চাক, প্রধান নির্বাচনী এজেন্ট উদয়ন ত্রিপুরা, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমাসহ অন্য নেতাকর্মী ও সমর্থকরা সঙ্গে উপস্থিত ছিলেন।