দক্ষিণ হারলা সমাজকল্যাণ সংঘের মতবিনিময় সভা

72

চন্দনাইশ পৌরসভাধীন দক্ষিণ হারলা সমাজকল্যাণ সংগঠনের সাথে মত বিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধে তরুণ যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ বর্তমানের তরুণরাই এই সমাজের ভবিষ্যৎ কর্ণধার। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইউটিজিং, বাল্যবিবাহের মত সামাজিক সমস্যাগুলো ক্রমশ বেড়ে চলেছে। সরকার শক্ত হাতে জঙ্গিবাদ দমন করতে পেরেছ বলে জঙ্গিবাদের নিপাত ঘটেছে। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে আরও বেশি এগিয়ে আসতে হবে। জনগণের মাঝে এসব ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দেরও সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রতি যতœবান হতে হবে।
তিনি দক্ষিণ হারলা সামাজকল্যাণ সংগঠনের বিভিন্ন গণমুখী কাজের প্রশংসা করেন। বিশেষ করে তাদের পরিচালিত গণ- পাঠাগার এলাকায় ছাত্র যুব সমাজে ব্যাপক সাড়া জাগিয়েছে। আবু আহমেদ জুনু সংগঠনের উন্নয়নে জেলা পরিষদ হতে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে এ সংগঠনে যে কোন জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি জাহেদুল ইসলাম জাহির সভাপতিত্বে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, শ্রম সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, চন্দনাইশ পৌর আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন, দক্ষিণ হারলা সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক গোফরানুল হাসিব, সাবেক সভাপতি মো. নাঈম উদ্দিন, মীর নোমান, উপদেষ্টা সদস্য মীর জোনায়েত সম্রাট প্রমুখ।