চন্দনাইশে ১৫২ টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান

46

বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিটি গ্রাম এখন আধুনিক গ্রাম হিসেবে রূপান্তরিত হচ্ছে। শহরের সুবিধা গ্রামে পাওয়া যাচ্ছে। এখন সকল গ্রাম উন্নয়নের কারণে শহরে রূপান্তরিত হচ্ছে। প্রতিটি গ্রামের অধিকাংশ সড়ক এখন পাকা। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে অর্থনৈতিক অবস্থা আরো সচল হচ্ছে। বিশেষ করে আম, মৎস্য চাষ, মাংস, ধান উৎপাদনসহ সবজি বাণিজ্যিকভাবে চাষ করে দেশের অর্থনীতি গতিশীল হচ্ছে। দেশের আপামর মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করে অর্থের সঠিক ব্যবহার করে উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখার জন্য সরকার কাজ করছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে দারিদ্র বিমোচনের জন্য কাজ করে যাচ্ছে। দেশে প্রায় ১৩ হাজার জনবল নিয়ে দেশের সার্বিক উন্নয়নে এলজিইডি কাজ করে যাচ্ছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের অধীনে ১৫২ টি উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে।