চকরিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে চান গিয়াস উদ্দিন

75

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের পদচারনায় আবারও সরব হয়ে উঠেছে চকরিয়া। সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অলিগলিতে গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় শুরু করেছেন। এই প্রচারণার অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে চকরিয়া প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। এসময় তিনি নিজেকে আসন্ন উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে সাংবাদিকদের কাছে এ ব্যাপারে সহযোগিতা কামনা করেন। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরীর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, তিনি পৌর মেয়র এবং উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে চকরিযায় ব্যাপক উন্নয়ন করেছেন। জাফর আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কাজের ধাপ আরও এগিয়েছে। তার কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে এবং এলাকার উন্নয়ন আরও তরান্বিত করতে জনগণের সহযোগিতায় আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। আশা করি জনগণ আমার আমার পাশে থাকবেন। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও চকরিয়া উপজেলার একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে প্রতিদিনেই একাধিক জায়গায় মতবিনিময় সভায় মিলিত হচ্ছেন বলে সাংবাদিকদের জানান গিয়াস উদ্দিন চৌধুরী। চকরিয়া প্রেসক্লাবের জন্য স্থায়ী ভবনের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, নব-নির্বাচিত সংসদ সদস্য তার নির্বাচনী ইশতেহারেও সে ব্যাপারে ঘোষণা থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি এম.আর মাহমুদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার আহমদ, মুজিবুল হক রতন, সৈয়দ আলম কমিশনার, আবু মুছা, এম.আর চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ।