কো-অপারেটিভে সঞ্চয়ের মনোভাব সৃষ্টি করে : সিডিএ চেয়ারম্যান

91

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেছেন, বৌদ্ধদের আর্থ-সামাজিক উন্নয়নে সময়োপযোগী একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন। এ সংগঠনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে। এলাকায় সঞ্চয়ের মনোভাব সৃষ্টি করে এবং জরুরি মুহূর্তে সদস্যারা ক্রেডিট ইউনিয়ন হতে ঋণ ব্যবস্থা করছে যা মহাজনী বা মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান হতে উচ্চ সুদহারে ঋণ নেয়া থেকে রক্ষা করবে।
চট্টগ্রামের রাউজানে প্রতিষ্ঠিত বৌদ্ধদের দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(বিসিসিইউএল) এর ২০তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোটেল সৈকত কনফারেন্স হলে গত ১৩ মার্চ অনেক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এজিএম। প্রায় সহ¯্রাধিক সদস্যের উপস্থিতিতে জাতীয়, সমবায় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাধারণ সভার শুভ সূচনা করেন বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু, চেয়ারম্যান ডাঃ দিবাকর বড়ুয়া ও মি. জোনাক সাকী। বিসিসিইউএল এর চেয়াম্যান ডাঃ দিবাকর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান খান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাধারণ সম্পাদক ড. সুব্রত বরণ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, পুলক কান্তি বড়ুয়া, পলাশ মুৎসুদ্দী, ববি বড়ুয়া, মৃণাল কান্তি বড়–য়া ও বিসিসিইউএল এর ডিরেক্টরবৃন্দ। বিজ্ঞপ্তি