কালচে ঠোঁটের যত্নে করণীয়

6

বিভিন্ন কারণে ঠোঁটের প্রাকৃতিক গোলাপি আভা হারিয়ে যেতে পারে। অনেক সময় অতিরিক্ত লিপস্টিক বব্যবহারের কারণে বাড়তে শুরু করে হাইপারপিগমেন্টেশনের সমস্যা। যার ফলে ঠোঁটের মধ্যে কালচে ভাব লক্ষ করা যায়। এছাড়া সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ত্বকে মেলানিন উৎপাদন বাড়িয়ে পিগমেন্টেশন হতে পারে। ধূমপানের কারণেও কালচে হয়ে যেতে পারে ঠোঁট। কী করবেন কালো ঠোঁটের যত্নে? জেনে নিন। ১। একটি বাটিতে আধা চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ঠোঁটে লাগান। এক ঘণ্টা রেখে নরম ও ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। বিøচিং এজেন্ট হিসেবে চমৎকার কাজ করে লেবু। এছাড়া লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কালচে ভাবকে হালকা করে দেয়। আর মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা নরম ও কোমল রাখে ঠোঁট। ২। টমেটোর রস বা টমেটোর টুকরো ব্যবহার করতে পারেন। প্রতিদিন অন্তত দু’বার করে টমেটোর রস ঠোঁটে মাখুন। এতে আপনার ঠোঁট উজ্জ্বল হবে। ৩। প্রতিদিন রাতে নারিকেল তেল ম্যাসাজ করুন। ৪। দুধ ও টক দই একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান। ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাক্টিক অ্যাসিড খুবই উপকারী। দুধ বা টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাক্টিক অ্যাসিড। ৫। অ্যালোভেরা জেল ঠোঁটে লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।