ইসলামী অর্থনীতিতে সুদ ভয়ঙ্কর পাপ

72

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী বলেছেন, আল্লাহ তালা সুদকে হারাম করেছেন। সুদ হচ্ছে মানবতার জন্য এক চরম অভিশাপ, অর্থনৈতিক শোষণের জঘন্য হাতিয়ার, সুদী ব্যবসা-বাণিজ্য অর্থনীতিকে ভারসাম্যহীন করে তোলে এবং মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করে। মাওলানা মামুনুর রশীদ নূরী গত মঙ্গলবার চকবাজার মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির বার্ষিক ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান ওয়েজিনের বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমিতির নবনির্বাচিত সভাপতি মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক মিলাদুন্নবী (স.) মাহফিলে বিশেষ বক্তা ছিলেন ক্বারী মাওলানা তারেক আবেদীন।
মাওলানা নূরী আরো বলেন, আল্লাহতালা সুদের পক্ষে যুক্তি প্রদানকারীদের অসুস্থ মানসিকতার লোক বলে উল্লেখ করেছেন। কারণ এদের ব্যবসা এবং সুদের মধ্যে পার্থক্য বোঝার মত জ্ঞান বুদ্ধি নেই। বিজ্ঞপ্তি