আকিজ প্লাস্টিকের ‘বাংলা বানান অভিযানের সমাপ্তি

127

আকিজ প্লাস্টিকস-এর উদ্যোগে বুধবার ‘বাংলা বানান অভিযান’-এর সমাপ্তি ঘোষণা করা হয় ঢাকার তেজগাঁও-এ অবস্থিত আকিজ হাউজ-এ আয়োজিত ক্যাম্পেইন-পরবর্তী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের উদ্দেশ্যে আকিজ প্লাস্টিকস-এর আপোসহীন উদ্যোগ ‘বাংলা বানান অভিযান’-এর এটি ছিল প্রথম বারের আয়োজন। রাস্তা-ঘাটে চলতে-ফিরতে আমাদের চোখ পড়ে বিভিন্ন সাইন বোর্ড, দেয়াল লিখন বা চিকামারা, পোস্টার, ব্যানার, ফেস্টুন, দিকনির্দেশক ইত্যাদি নানা বাংলা লেখার ওপর। কিন্তু দুভার্গ্যজনক ভাবে এসব লেখায় অধিকাংশ শব্দের বানান ভুল থাকে। বাংলা ভাষা অর্জনের আপোসহীন সংগ্রামী ইতিহাসের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে, আকিজ প্লাস্টিকস ভাষার শুদ্ধতা রক্ষায় হাতে নেয় এই অভিযান, যার কার্যক্রম চলেছে ৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশেষত ১৯ থেকে ২১ তারিখ ৮টি বিভাগীয় শহরের প্রধান প্রধান ফুল বিক্রয় কেন্দ্রে উপস্থিত থেকে ক্রেতাদের পুষ্পস্তবকে ‘শ্রদ্ধাঞ্জলি’ ও নাম-সহ অন্যান্য প্রয়োজনীয় লেখার বানানের শুদ্ধতা নিশ্চিত করে স্বেচ্ছাসেবীরা।
অভিযানের সকল পর্যায়ের সফল পরিসমাপ্তিতে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন আকিজ প্লাস্টিকস-এর বিজনেস হেড চৌধুরী হাসান তারেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব ব্র্যান্ড এম. আলমগীর হোসাইন, অপারেশন ম্যানেজার মিনহাজ বিন মিজান, হেড অব করপোরেট সেলস মোঃ আতিকুর রহমান, ম্যানেজার অভিষেক বণিক বন্ধন-সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি