প্রতিবাদে মানববন্ধন

46

বান্দরবান শহরের কাছে পর্যটন কেন্দ্র মেঘলা এলাকায় দুটি পাড়ার যাতায়াতের রাস্তা প্রশাসন বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার সকালে মেঘলা এলাকার লাল মোহন পাড়া ও ডুলু ঝিড়ি তঞ্চঙ্গ্যা পাড়ার নারী পুরুষ পর্যটন কেন্দ্র মেঘলার দ্বিতীয় গেইটের সামনে মানববন্ধনে অংশ নেয়। পরে তারা সেখানে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন পাড়া কারবারি (পাড়া প্রধান) নলিনি সেন তঞ্চঙ্গ্যা, বিনয় তঞ্চঙ্গ্যা, বামং মারমা প্রমুখ।
এদিকে মানববন্ধনে বক্তারা বলেন,অবিলম্বে মেঘলা এলাকার দুটি পাড়ার জনগণের চলাচলের রাস্তা ও পর্যটন কেন্দ্রের দ্বিতীয় গেইটটি জনসাধারণের জন্য খুলে দেয়ার দাবি জানান। প্রসঙ্গত গত বুধবার জেলা প্রশাসন মেঘলা পর্যটন কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যটন কেন্দ্রের দ্বিতীয় গেইট ও দুটি পাড়ায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এতে করে ঐ এলাকায় বসবাসকারী দুই শতাধিক বাসিন্দা চরম বিপাকে পড়ে। তবে জেলা প্রশাসনের কর্মকর্তরা বলছেন তারা চলাচলের সড়কটি বন্ধ করেননি। পর্যটন কেন্দ্রটির জন্য সেখানে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।