সীতাকুন্ডে খাদ্যপণ্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

2

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে খাদ্যপণ্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে সীতাকুন্ড পৌর সদরের একটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা ও জিয়া ফুড প্রোডাক্ট নামের অপর একটি বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, অনুমোদন ছাড়া খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে একটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা ও বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত লগো ব্যবহার করার অপরাধে জিয়া ফুড নামের একটি ব্যাটারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এই বেকারির পরিবেশ অত্যন্ত নিম্নমানের। তাই এটিকে বিএসটিআইয়ের অনুমোদন এবং পরিবেশ উন্নত করার জন্য ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বেকারি পরিবেশ উন্নত করতে না পারলে বেকারিটি সিলগালা করে দেওয়া হবে।