ট্রেনে ইফতারে শরবত খাইয়ে চুরি, আটক ১

10

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ইফতারে শরবত খাইয়ে টাকা চুরির ঘটনায় অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোট থেকে চট্টগ্রাম স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছানোর পর মো. জসিমকে (২৫) যাত্রীরা গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেন। আটক মো. জসিম ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানার নূরপুর, মসজিদ পাড়ার আউয়াল মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশের চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, মহেশখালী থেকে পান বিক্রি করার উদ্দেশ্যে ট্রাকভর্তি পান নিয়ে নাঙ্গলকোট বাজারে যান চট্টগ্রামের পাঁচ ব্যবসায়ী। পান বিক্রি শেষে ট্রেনে করে ফেরার পথে ইফতারের সময় তাদের শরবত খেতে অনুরোধ করেন আটক আসামি জসিম। এসময় তাদের মধ্যে মো. রিদুয়ান আমিন ও আবুল কালাম নামের দুই ব্যবসায়ী সন্দেহ বশত শরবত পান করেননি। এদের মধ্যে শরবত খেয়ে আশফাত উল্লাহ নামের এক ব্যবসায়ী জসিমের সিটে ঘুমিয়ে পড়েন। অন্য চারজন তাকে ফেলে অন্য বগিতে চলে যান। পরে ট্রেন চট্টগ্রাম স্টেশনের কাছাকাছি আসলে অন্য চারজন আশফাত উল্লাহকে ডাকতে গেলে সে জানায় তার সাড়ে একুশ হাজার টাকা পাওয়া যাচ্ছে না। এসময় ট্রেন স্টেশনে এসে থামলে টয়লেট থেকে জসিমকে বের হতে দেখলে তাকে ঝাপটে ধরে তারা। পরে পুলিশ তাকে আটক করে।