সীতাকুন্ডে ভুয়া সাংবাদিক আটক মুচলেকায় মুক্তি

69

সীতাকুন্ডে ভারতের তারা টিভির প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করার সময় হাতেনাতে এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। উপজেলা পরিষদ অফিসে দাপট দেখাতে গিয়ে ধরা পড়েন তিনি। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হলে সাংবাদিক নয় বলে স্বীকার করেন ভুয়া সাংবাদিক নেয়ামুল হোসেন লিটন। তিনি সীতাকুন্ডে র ভাটিয়ারী এলাকার বাসিন্দা।
জানা গেছে, সীতাকুন্ড উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার আইন বিষয়ে আয়োজিত এক সভায় তারা টিভির লোগো সম্বলিত বুম নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন নেয়ামুল হোসেন লিটন। পরে তিনি নিজেই আরেকটি ক্যামেরা দিয়ে ভিডিও করতে শুরু করেন এবং বারবার মঞ্চে উঠে কর্মকর্তাদের বিব্রত করতে থাকেন। এসময় সাংবাদিক পরিচয় দানকারী অপরিচিত এই ব্যক্তিকে দেখে স্থানীয় সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে তিনি জানান তার নাম নেয়ামুল হোসেন লিটন। বাড়ি সীতাকুন্ডের ভাটিয়ারীতে। নিজেকে ভারতের তারা টিভি নিউজের চট্টগ্রামের স্পেশাল প্রতিনিধি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে পরিচয় দেন তিনি। সাংবাদিকরা তারা টিভির কোলকাতা অফিসে যোগাযোগ করে জানতে পারেন চট্টগ্রামে নিরুপম দাশগুপ্ত ছাড়া তাদের আর কোনো প্রতিনিধি নেই। লিটন নামের কেউ চট্টগ্রামে কাজ করেন না। এ অবস্থায় সাংবাদিকরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়ের হস্তক্ষেপ কামনা করেন। নিজেকে ভুয়া সাংবাদিক হিসেবে ইউএনও’র কাছে স্বীকার করে ভবিষ্যতে কখনো সাংবাদিক পরিচয় দেবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান নেয়ামুল হোসেন লিটন।
সীতাকুন্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় জানান, ‘লিটন নামের ওই ব্যক্তি নিজেকে ভারতের তারা টিভির সাংবাদিক পরিচয় দিলেও প্রকৃতপক্ষে সে একটি অনুমোদনহীন অনলাইনের সাথে যুক্ত। তারা টিভির সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর কখনো সাংবাদিক পরিচয় দেবে না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
সীতাকুন্ডে প্রেস ক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন জানান, ‘লিটন তারা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাসহ নানা জনের কাছে গিয়ে হুমকি-ধমকি দিয়ে টাকায় আদায়ের চেষ্টা করে। নানা অভিযোগের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকরা তাকে চ্যালেঞ্জ করে আটক করেন। পরে সে নিজের মুখেই ভুয়া সাংবাদিক বলে স্বীকার করে।’