চমেকে ওষুধ ও মোবাইল চুরি করে পালানোর সময় আটক ২

11

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ওষুধ চুরি করে পালিয়ে যাওয়ার সময় সুমন বড়–য়া নামে একজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ওয়ার্ডের ভেতর থেকে মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জামসেদুল ইসলাম নামে এক মোবাইল চোরকে আটক করে আনসার সদস্যরা।
গত বৃহস্পতিবার ভোরে এবং বিকেলে পৃথকভাবে এ দুই জনকে আটক করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনের মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জামসেদকে হাতেনাতে আটক করে ওয়ার্ডে কর্মরত আনসার সদস্য ওয়াহিদুজ্জামান। পরে হাসপাতালের কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া একই দিন বিকেলে হাসপাতালের সরকারি ওষুধ নিয়ে পালিয়ে যাওয়ার সময় সুমন বড়ুয়াকে আটক করে হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ ঘটনায় সুমন বড়ুয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ওষুধ চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালের মূল ভবনের নিচ তলা থেকে হাতেনাতে আটক করা হয় সুমন বড়ুয়াকে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।