হালদায় বালু উত্তোলন, হুমকির মুখে মৎস্য প্রজনন

23

পূর্বদেশ অনলাইন

কিছুদিন বিরতি দিয়ে হালদা নদীতে আবারও শুরু হয়েছে অবৈধভাবে বালু উত্তোলন। ড্রেজার ও পাওয়ার পাম্প বসিয়ে অব্যাহতভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক মৎস্য প্রজনন।

গোপন সংবাদের ভিত্তিতে প্রায় সময় অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন। কিন্তু এ অভিযানের তোয়াক্কা করছে না বালু উত্তোলনকারীরা।

প্রতিনিয়তই হালদা নদীর বিভিন্ন অংশে উত্তোলন করা হচ্ছে বালু৷ যার কারণে হালদার নানামুখি ক্ষতির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, নাঙ্গলমোড়া ইউনিয়নের তিন জায়গায় হালদা হতে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে।

জায়গাগুলো হলো- নাঙ্গলমোড়া বাজার, চৈতারো ঘাটা ও চাটাল গাছতল ( চাইলদা তল)।
স্থানীয়রা জানান, উপজেলা চেয়ারম্যানের ইন্ধনে আলতাফ নামের এক নেতার কর্মীরা হালদার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছে।

এক জায়গায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে অন্য জায়গা থেকে বালু উত্তোলন করে তারা৷ কোনভাবেই এদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, আমরা বিষয়টি শুনেছি। আমাদের নিয়মিত অভিযান চলছে। যারা হালদার ক্ষতিসাধন করে বালুর ব্যবসা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক আইনের আওতায় আসতে হবে।