হালদায় দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ

2

হাটহাজারী প্রতিনিধি

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও মিঠাপানির কার্প জাতীয় মা-মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর মোহনা ও ছায়ারচর এলাকায় অভিযান পরিচালনা করেছে নৌ-পুলিশ। গত বুধবার বিকালে অভিযান পরিচালনা করে দুই হাজার মিটার সুতার জাল, ১টি ডিঙি নৌকা ও ১০টি বড়শি জব্দ করে নৌ-পুলিশ। পরে নৌকাটি নদীতে ডুবিয়ে দেওয়া হয় এবং জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। হাটহাজারী উত্তর মার্দাশা রামদাশহাট এলাকার হালদা অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মো. এনামুল হক জানান, চট্টগ্রাম অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভ‚ঁইয়া পিপিএম এবং সদরঘাট থানার ওসি এবিএম মিজানুর রহমানের নির্দেশে বুধবার সঙ্গীয় ফোর্স নিয়ে হালদা নদীর মোহনা ও ছায়ারচর এলাকায় অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় ২ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ, ১০টি বড়শি ও ১টি ডিঙি নৌকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে গত সোমবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত হালদা নদী ও তৎসংলগ্ন মোহনা এলাকায় নৌ-পুলিশ অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাতানো মাছ ধরার ৪৬ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। এরমধ্যে সুতার ভাসান জাল ৪৫ হাজার এবং ঘেরা জাল ১ হাজার মিটার। জব্দকৃত এসব অবৈধ জালের বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।