হাটহাজারীতে সড়কে যানজট-দুর্ঘটনারোধে অভিযান, জরিমানা

4

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে যানজট ও দুর্ঘটনারোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে চিকনদন্ডী ইউনিয়নের বড়দীঘির পাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে যানজট সৃষ্টিকারী বিভিন্ন যানবাহন মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম।
তিনি বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় দোকান মালিক, বাস চালক, টমটম ও তিনটি সিএনজি ট্যাক্সি চালককে ভ্রাম্যমাণ আদালত মোট ৬টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
তিনি আরও বলেন, মহাসড়কে যানজট, দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যু হ্রাস করতে পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের নির্দেশে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টিকারী যানবাহন ও স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। এরপরও সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাটহাজারী মডেল থানার পুলিশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চুসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারগণ সহযোগিতা করেন।