হাটহাজারীতে কাভার্ড ভ্যানসহ কাঠ জব্দ : আটক ৬

13

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে র‌্যাবের সহযোগিতায় কাভার্ড ভ্যান বোঝাই অবৈধ ১৫০ ঘনফুট চেরাইকৃত সেগুন, গামারি ও লালি কাঠ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। জব্দকৃত কাঠের মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
গতকাল রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ১১ মাইল বন বিভাগের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।
তিনি বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসদরস্থ আব্বাছিয়ার পুলস্থ র‌্যাব-৭ এর সিপিসি-২ কার্যালয় সংলগ্ন মাটিয়া মসজিদ এলাকা থেকে কাভার্ড ভ্যান বোঝাই (চট্টমেট্রো ব ১১-৫০৪৭) চেরাইকৃত এ কাঠ জব্দ করা হয়। এসময় ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, তৌহিদুল আলম (২৪), মো. জয়নাল আবেদিন (২৩), মো. আব্বাস (২৭), মো. শামিম (৩৫), মো. ফারুক (২৮) এবং মো. মোজাহার ইসলাম (২৭)।
এ ঘটনায় স্থানীয় বন বিভাগের পক্ষ থেকে বন সংরক্ষণ আইনে হাটহাজারী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং কাভার্ড ভ্যানসহ জব্দকৃত কাঠ ফরেস্ট বিট স্টেশনের হেফাজতে রাখা হয়েছে বলে বন বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।