হাটহাজারীতে কাঠসহ পিকআপ জব্দ, আটক ২

9

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে সেগুন কাঠসহ একটি পিকআপ জব্দ করেছে। উক্ত অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের এর সদস্যরা।
গতকাল রবিবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী পৌরসভার মাটির মসজিদ এলাকা থেকে উক্ত পিকআপসহ বোঝাইকৃত ৬৪৯ টুকরো কাঠ জব্দ করা হয়।
এ সময় মোহাম্মদ সাইফুদ্দিন (৫১) ও সেলিম উদ্দিন (৪৪) নামে দুজনকে আটক করে র‌্যাব সদস্যরা। জব্দ কাঠসহ পিকআপটি (ঢাকা মেট্রো অ ১১-০৬০৩) বন বিভাগের হাটহাজারীর চেকপোস্টে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হেফাজতে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী বন বিভাগের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, রবিবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দিয়ে পিকআপে করে ৬৪৯ টুকরো চিরাই সেগুন কাঠ পাচারের সময় হাটহাজারী পৌরসভার মাটির মসজিদ এলাকা থেকে জব্দ করা হয়। জব্দ চিরাই সেগুন কাঠের আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।