‘হাওয়া’ সিনেমার পরিচালক সুমনের বিরুদ্ধে মামলা

23

পূর্বদেশ ডেস্ক

দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’য় বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বন অধিদপ্তরের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, মামলায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তবে আদালত মামলাটির বিষয়ে কোনও আদেশ দেয়নি। খবর বাংলা ট্রিবিউনের
‘হাওয়া’র একাধিক দৃশ্যে পাখিকে খাঁচাবন্দি করে রাখার দৃশ্য রয়েছে। এছাড়া ছবিটির প্রধান চরিত্র চাঁন মাঝি পাখির মাংস খাচ্ছেন বলে দেখানো হয়েছে। তাই ছবিটির বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে।
এরপর ‘হাওয়া’র প্রদর্শনী বন্ধের দাবি তোলে পরিবেশবাদী ৩৩টি সংগঠন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেক্ষাগৃহে ‘হাওয়া’ দেখেছে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের সদস্যরা। গত ১১ আগস্ট রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টার শোতে ছবিটি দেখেন তারা।