সৎ মাকে হত্যার দায়ে যাবজ্জীবন

6

নিজস্ব প্রতিবেদক

সৎ মাকে হত্যার দায়ে মো. বেলাল হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আবু হান্নানের আদালত এ রায় দেন। যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি রায়ে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম করাদন্ডে দন্ডিত করা হয়।
সাজাপ্রাপ্ত বেলাল হোসেন ফটিকছড়ি বাংলাবাজার হেঁয়াকো এলাকার আমিনুর রহমানের ছেলে।
আদালতের সূত্র মতে, ১৯৯৭ সালে ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টা দিকে ফটিকছড়ি হেয়াঁকো বাংলাপাড়ায় বেলাল হোসেন তার সৎ মা রহিমা খাতুনকে কুপিয়ে মারাত্মক যখম করেন। রক্ষাক্ত অবস্থায় রহিমা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে বিকাল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রহিমা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন দাঁতমারা তদন্ত কেন্দ্রে বেলাল হোসেনের বিরুদ্ধে তার পিতা আমিনুর রহমান মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় তদন্ত কর্মকর্তা থানার অভিযোগপত্র দাখিল করেন (নং-৪৫, তারিখ ০৬/০৪/৯৮, ধারা ৩০২)। পরে ফটিকছড়ি আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মামলাটির বিচার নিষ্পত্তির জন্য চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ আদালতে প্রেরণ করেন। ২০০০ সালের ১০ জানুযারি আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ প্রমাণের জন্য ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য উপস্থাপন করা হয়।