সোশ্যাল ইসলামী ব্যাংকের নজুমিয়া হাট শাখার উদ্বোধন

86

চট্টগ্রামের হাটহাজারি উপজেলার নজুমিয়াহাটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫১তম শাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মুহাম্মদ ফোরকানুল্লাহ, ১৪ নং শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রফিক, নোয়াপাড়া কলেজের প্রফেসার মোহাম্মদ নুরুল আজিম চৌধুরী, কে.বি. ফ্যান এর স্বত্বাধিকারী এম.এ. মালেক ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন (টিপু)। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাÐের বিবরণ তুলে ধরে বলেন, দেশ আজ অনুন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের উত্তরে বড় বড় প্রকল্পের কাজ বিরামহীনভাবে চলছে। এসব প্রকল্প সম্পন্ন হলে দেশ যেমন উন্নত হবে তেমনি অত্র এলাকার জনগণও বিশেষ সুফল ভোগ করবে। এসআইবিএল এই অর্থনৈতিক অগ্রযাত্রার সহযোগী হিসাবেই আজ নজুমিয়া হাট এসেছে বলে প্রধান অতিথি অভিমত ব্যক্ত করেন। তিনি সবাইকে এই শাখায় ব্যাংকিং করার উদাত্ত আহবান জানান। সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এলাকার জনগণকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও আন্তরিক ব্যাংকিং সেবা দেয়ার জন্যই নজুমিয়াহাট এসেছে। ব্যাংকের আঞ্চলিক প্রধান মুহাম্মদ ফোরকানুল্লাহ্ ব্যাংকের বিভিন্ন সেবা কার্যক্রমের বিবরণ তুলে ধরে বলেন, আমাদের ব্যাংক কোনরকম ফি ছাড়াই দেশব্যাপী অর্থ স্থানান্তরের সেবা দিয়ে থাকে যা প্রান্তিক এলাকার ব্যবসায়ী ও জনগণের জন্য খুবই উপকারী। বিজ্ঞপ্তি