সুন্নিয়া আলিয়ার ফটিকছড়ি ছাত্র ফোরামের নবীনবরণ

11

জামেয়া আহমদিয়া সুুন্নিয়া আলিয়ায় ফটিকছড়ি ছাত্র ফোরামের কাউন্সিল ও নবীন বরণ অনুষ্ঠান ২৫ অক্টোবর বিকেলে নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ বেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএসআরএম প্রশাসনিক প্রধান মুহাম্মদ ওসমাণ গণী মজুমদার। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা আজ পিছিয়ে নেই। তবে সাধারণ ও আরবী শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের আইটি শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মদিনা মুনওয়ারা শাখার সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ হাবিবুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এ্যাড আরুছুর রহমান আরুছ, জনতা ব্যাংক লিমিটেড দেওয়ানহাট শাখার ব্যবস্হাপক আবুল মুনসুর, চট্টগ্রাম ট্রাভেলস্ এর পিসি মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দ, দুবাই প্রবাসী মুহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী, রাউজান ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, চট্টগ্রাম উত্তর জেলার যুবনেতা মুহাম্মদ আবুল ফয়েজ তুহিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ফটিকছড়ি স্টুডেন্টস্ ফোরামের সচিব মুহাম্মদ নোমান বিন খুরশিদ। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ হাসান আলী, মুহাম্মদ আলীউর কাদের, মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাহফুজ সিদ্দিকী, এইচ এম ফরহাদ, মুহাম্মদ ইয়াসিন, মুহাম্মদ জুনায়েদ, মুহাম্মদ আখতার, মুহাম্মদ আবু ছারেহ, কাজী মিনহাজ, মুহাম্মদ জামাল, মুহাম্মদ মঈনুদ্দীন, মুহাম্মদ সাজ্জাদুর রহমান চৌধুরী, মুহাম্মদ রেজাউল হাসান, মুহাম্মদ আকবর হোসাইন, ইকবাল মাহমুুদ প্রমুখ। কাউন্সিলে সর্বসম্মতিতে হাফেজ মুহাম্মদ ফরহাদকে সভাপতি, মুহাম্মদ জুনায়েদকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ আবু ছালেহকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গকমিটি ঘোষণা করা হয়।