সীতাকুন্ডে হতাহতদের জন্য এক কোটি টাকা বরাদ্দ

19

পূর্বদেশ ডেস্ক

সীতাকুন্ডে অগ্নিকান্ডে হতাহতদের জন্য নগদ ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অগ্নিকান্ডে নিহতদের দাফন-কাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসার্থে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন জানিয়েছেন, এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে শুকনো অন্যান্য খাবারের ১ হাজার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।
কন্টেইনার ডিপোয় আগুন ও বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন তিন শতাধিক।
হতাহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ৭ জন ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে কয়েকজনকে।
গত শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুন্ডের ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।