সীতাকুন্ডে স্ক্র্যাপ লোহা চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক

14

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে স্ক্র্যাপ লোহা চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল রবিবার ভোররাত সোয়া একটার দিকে তাদের আটক করে পুলিশ। রবিবার সকালে লোহা চুরির অভিযোগে মামলা দায়ের শেষে তাদের আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. আশরাফ সিদ্দিকী। আটককৃতরা হলেন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি পূর্ব পাড়া (বিএসআরএম গেইটের দক্ষিণ পাশে) মোহাম্মদ টিটুর ছেলে মো. রমজান (২৬), একই এলাকার মস্তান কেরানি বাড়ির মৃত নুরুল আবছারের ছেলে মো. রমজান আলী (২২) ও একই এলাকার ডুমার পাড়া মৃত হায়দার আলীর ছেলে মো. বিপ্লব। তাদের কাছ থেকে পুলিশ লোহা চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সীতাকুন্ড অংশে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন এলাকা থেকে মহাসড়ক হয়ে স্ক্র্যাপ লোহা নিয়ে লরি ও ড্রাম ট্রাকরেযাগে নিয়ে আসা-যাওয়ার সময় সংঘবদ্ধভাবে চোরের দল স্ক্র্যাপ ছিনিয়ে নেয়ার ঘটনা সংঘটিত করছিল। এতে বাঁধা দেয়ায় গাড়ির চালকের সহকারিকে খুনের ঘটনাও ঘটেছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় রি-রোলিং মিল মালিকরা আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করার পর গত কয়েকদিনে স্ক্র্যাপ চোরচক্রের একাধিক সদস্যকে আটক করে। তারই ধারাবাহিকতায় ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এই চক্রের আরো ৫-৬ সদস্য পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।
সীতাকুন্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ইতোমধ্যে আমরা অভিযান চালিয়ে সংঘবদ্ধ লোহা চোরচক্রের কয়েকজনকে আটক করে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছি। রবিবারও তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা লোহা চুরি-ডাকাতির কথা স্বীকার করেছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।