সীতাকুন্ডে জেলেপাড়ায় আগুনে পুড়ল ১৮ বসতঘর

3

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডের সোনাইছড়িতে আগুনে পুড়ে গেল জেলেদের ১৮ বসতঘর। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত শুক্রবার দিবাগত রাত তিনটায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে সাগর উপকূল এলাকায় জেলে বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় জেলেদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৮টি ঘরে থাকা মূল্যবান মালামাল, টাকা পয়সা, জেলেদের জাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
সীতাকুন্ডের কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সুলতান মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।