সীতাকুন্ডে জব্দ ৩ লাখ চিংড়িপোনা সাগরে অবমুক্ত

24

বঙ্গবসাগর উপকূল থেকে আহরণ করা নিষিদ্ধ ঘোষিত চিংড়িপোনা আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। পোনার পরিমাণ প্রায় ৩ লাখ। এসবের মূল্য ৬ লক্ষাধিক টাকা।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার পৌরসদর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তল এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব পোনা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় বাস চালককে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, একটি যাত্রীবাহী বাসে করে ৩ লাখ চিংড়িপোনা খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল। উপজেলার বটতল এলাকা অতিক্রমকালে উপজেলার নির্বাহী অফিসার মিল্টন রায় পুলিশ ফোর্স নিয়ে বাসটিতে তল্লাশি চালায়। এ সময় বিভিন্ন ড্রাম ও পাতিলে রাখা ৩ লাখ চিংড়িপোনা জব্দ করা হয়। পরে পোনাগুলো সাগরে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায় বলেন, ‘সাগর থেকে অসাধু ব্যবসায়ীরা চিংড়িপোনা বাসযোগে খুলনা নিয়ে যাচ্ছেন- গোপন এ সংবাদ পাওয়ার পর পুলিশের সহযোগিতায় বাসটি আটক ও পোনাগুলো জব্ধ করি। এছাড়া অবৈধ চিংড়িপোনা বহন করার অপরাধে বাস চালককে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেছি। পরে পোনাগুলো সাগরে অবমুক্ত করি।