সীতাকুন্ডে অস্ত্রসহ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

12

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে মোজাহের উদ্দিন রাজীব (৩৩) নামে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি বাড়বকুন্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের জয়নাল আবেদীন প্রকাশ জুনুর পুত্র। গত শুক্রবার রাতে বাড়বকুন্ডের শুকলালহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরের দিকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা গেছে, ২০১৬ সালের ১১ জুলাই অপরাধমূলক কর্মকান্ডের জন্য সীতাকুন্ড থানায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রাজিবের বিরুদ্ধে মামলা হয়। তিনি পলাতক থাকা অবস্থায় সম্প্রতি ঢাকায় সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে কাউন্টার টেরিরিজম ইউনিট তাকে অন্য জঙ্গিদের সাথে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছিল। এরপর রাজীব ৫ মাস আগে জামিনে মুক্ত হয়ে বাইরে আসে। জামিনে এসে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে নানা অপরাধে আবারও জড়িয়ে পড়ে। সেসব বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত শুক্রবার তার অবস্থান নিশ্চিত হয়ে শুকলালহাট এলাকায় চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সীতাকুন্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, রাজীব একজন দুর্র্ধর্ষ জঙ্গি। তার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় আগে তিনটি মামলা, ঢাকায় একটি এবং রাজশাহীর পুটিয়া থানায় একটি নিয়ে মোট পাঁচটি মামলা আছে। সেই সময় রাজীবদের ডেরা থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। সম্প্রতি জামিন পেয়ে সে এলাকায় এসে আতঙ্ক সৃষ্টি করতে এক ব্যবসায়ীর দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু ভয়ে তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পাননি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। একইভাবে সে তার সঙ্গীদের নিয়ে ফের সংগঠিত হচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেপ্তার করি। তখন তার কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করি। তার বিরুদ্ধে নতুন আরও একটি অস্ত্র মামলা দায়ের করে শনিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।