সিলেটকে হারিয়ে ঢাকার টানা চার

33

বিপিএলে সিলেট সিক্সার্সকে ৩২ রানে হারিয়ে টানা চার জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে দেয়া ঢাকার ১৭৩ রানের জবাবে খেলতে নেমে ৯ উইকেটে ১৪১ রান তুলতে সক্ষম হয় সিলেট। এবারের বিপিএলে রাজশাহী কিংস, খুলনা টাইটানস ও রংপুর রাইডার্সের পর এবার সিলেটকে হারিয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ঢাকা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৩ রান করে ঢাকা। রনি তালুকদারের ৩৪ বলে ৫৮ রানের ম্যাচসেরা পারফরম্যান্স দারুণ এই সংগ্রহ এনে দেয় তাদের। এরপর বোলারদের নৈপুণ্যে ৯ উইকেটে ১৪১ রানে সিলেটকে থামায় গতবারের রানার্সআপরা।
মাত্র ৭৫ রানে ৭ উইকেট হারায় সিলেট। চিটাগং ভাইকিংসের বিপক্ষে গত ম্যাচ জয়ের নায়ক নিকোলাস পুরান ঝড় তুলে ম্যাচে উত্তেজনা ফেরান। ১ চার ও ৯ ছয়ে সাজানো ছিল তার ৪৭ বলে ৭২ রানের ইনিংস। রুবেল হোসেন তাকে নিজের তৃতীয় শিকার বানালে সিলেটের জেতার ক্ষীণ আশাও শেষ হয়ে যায়।
রুবেল সর্বোচ্চ ৩ উইকেট নেন ঢাকার পক্ষে। দুটি করে পান সাকিব ও শুভাগত হোম। রংপুরের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে জেতানো আলিস ইসলাম ৪ ওভারে মাত্র ১৪ রান দেন, নেন এক উইকেট। তিন ম্যাচে দ্বিতীয় হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে সিলেট।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৭৩/৭ (জাজাই ৪, নারাইন ২৫, রনি ৫৮, সাকিব ২৩, পোলার্ড ৩, রাসেল ৫, সোহান ১৮*, শুভাগত ০, নাঈম ২৫*; তানভির ৪-০-২১-১, তাসকিন ৪-০-৩৮-৩, আল আমিন ৩-০-২৬-১, নাসির ১-০-১১-০, কাপালি ২-০-১৩-১, লামিচানে ৪-০-৩৩-০, আফিফ ২-০-২৫-১)
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৪১/৯ (ওয়ার্নার ৭, লিটন ৯, আফিফ ৪, নাসির ১, সাব্বির ১২, পুরান ৭২, কাপালী ২, তানভির ৭, তাসকিন ১৮*, লামিচানে ১, আল আমিন ১*; সাকিব ৪-০-৩৪-২, শুভাগত ৩-০-২৮-২, নারাইন ৩-০-১৩-১, রাসেল ২-০-২১-০, রুবেল ৩-০-২২-৩, আলিস ৪-১-১৪-১, পোলার্ড ১-০-৭-০)
ফল: ঢাকা ৩২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: রনি তালুকদার