সাবির শাহ চট্টগ্রামে

74

 

দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (দ.) সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) চট্টগ্রামে পৌঁছেছেন। তিনি আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আগামিকাল বুধবার চট্টগ্রামে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জশনে জুলুস ও মাহ্ফিলে নেতৃত্ব দিবেন।
গতকাল সোমবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি চট্টগ্রামে পৌঁছেন। এ সময় পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান ও আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন সাথে ছিলেন।
এছাড়াও তাঁকে চট্টগ্রামে স্বাগত জানান আনজুমান ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারী এসএম গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (কমিশনার), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, জামেয়ার চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ মাওলানা ড. আ.ত.ম. লিয়াকত আলী, আনজুমান সদস্য মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ আমির হোসেন সোহেল, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ, মহানগর চট্টগ্রাম’র মুহাম্মদ মাহবুবুল আলম, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্নাসহ অন্যান্য কর্মকর্তা-সদস্যবৃন্দ, চট্টগ্রাম উত্তর-দক্ষিণ জেলার সেক্রেটারী অ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহসহ বিভিন্নস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, জামেয়ার শিক্ষক-ছাত্রবৃন্দ। ঈদ-এ-মিলাদুন্নবী (দ.)’র জশ্নে জুলুছ রুট আগামিকাল বুধবার স¦াস্থ্যবিধি অনুসরণ করে সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)’র নেতৃত্বে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.)’র জশনে জুলুস সকাল ৮ টায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু হবে। জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ, অলিখাঁ মসজিদ, কেয়ারী মোড়, চট্টগ্রাম কলেজ, গণি বেকারী (ডানে মোড়), খাস্তগীর স্কুল (ডানে মোড়), আসকারদিঘী, কাজির দেউড়ি (ডানে মোড়), আলমাস (বামে মোড়), ওয়াসা (ডানে মোড়), জিইসি, ২ নম্বর গেইট, পুনরায় মুরাদপুর (বামে মোড়), বিবিরহাট প্রদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে জমায়েত হবে। পরে সেখানে মাহফিল এবং নামাজে যোহর ও দো’য়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি