সাত দিনের মধ্যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

4

ঢাকা প্রতিনিধি

নতুন আইনের আলোকে আগামী সাত দিনের মধ্যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, করোনার কারণে নির্বাচন কমিশন এতোদিন নির্বাচন আয়োজন করতে পারেনি। জেলা পরিষদের ভোটার হলেন ইউনিয়ন মেম্বার, চেয়্যারম্যান এবং পৌরসভার কাউন্সিলর, মেয়র। ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার ফলে জেলা পরিষদের নির্বাচন আটকে ছিল।
এদিকে রবিবার দেশের ৬১টি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়েছে। নতুন করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তারা জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।