সাতকানিয়ায় ৪টি করাতকল সিলগালা

8

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ৪টি করাতকল (স’মিল) সিলগালা করে দেয়া হয়েছে। সিলগালাকৃত করাতকলগুলো হতে বিভিন্ন জাতের বিপুল পরিমাণ কাঠ ও করাতকলের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা।
সিলগালাকৃত করাতকলগুলো হল চরতী ইউনিয়নের তুলাতলী বাজারের নুরুল হাসান স’মিল, খাঁন স’মিল, মোহাম্মদ হোসেন স’মিল এবং কাঞ্চনা ইউনিয়নের এম.এন. মহারাজ স’মিল। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চরতী ইউনিয়নের তুলাতলী বাজারের ৪টি দোকানে মোট ১৪ হাজার টাকা এবং কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে ৪টি দোকানে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাদার্শা রেঞ্জ অফিসার মোহাম্মদ মামুন, রেঞ্জ অফিসের কর্মকর্তাগণ ও ইউএনও অফিসের কর্মচারীগণ এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জব্দকৃত কাঠ ও যন্ত্রপাতিগুলো মাদার্শা রেঞ্জ অফিসার মোহাম্মদ মামুনের জিম্মায় দেয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।