সাগরে ফেলে দেওয়া ৪ জেলের দুজনকে জীবিত উদ্ধার

10

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে মাছধরার ট্রলারে ডাকাতির সময় সাগরে ফেলে দেওয়া চার জেলের মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, রোববার মধ্যরাতে একজন এবং সোমবার সকালে একজনকে সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারের জেলেরা উদ্ধার করেছেন।
উদ্দার দুই জেলে হলেন, সদর উপজেলার খুরুশকূলের দেলোয়ার হোসেন এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা সদরের মোহাম্মদ জিয়া। অন্যদিকে এখনও নিখোঁজ রয়েছেন নোয়াখালী জেলার অলি আহমদ এবং কক্সবাজার সদরের খুরুশক‚লের মো. আনিস।
উদ্ধার ও নিখোঁজ চারজন খুরুশক‚লের বাসিন্দা মো. জকরিয়ার মালিকাধীন ‘এফবি হাসান’ নামের ট্রলারের জেলে।
দেলোয়ার হোসেন বলেন, গত শুক্রবার মধ্যরাতে কক্সবাজার উপক‚লবর্তী বঙ্গোপসাগরের ১৪ বিউ এলাকায় এফবি হাসানসহ চারটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এতে বাধা দিলে এফবি হাসানের ১৯ জেলের মধ্যে চারজনকে সাগরের পানিতে ফেলে দেয় দস্যুরা।
বোট মালিক নেতা দেলোয়ার হোসেন উদ্ধার জেলেদের বরাত দিয়ে বলেন, ঘটনার পর থেকে নিখোঁজ চার জেলে সাগরের পানিতে দীর্ঘ সময় ভাসছিলেন। এক পর্যায়ে অন্য ট্রলারের জেলেরা রোববার মধ্যরাতে দেলোয়ার হোসেনকে এবং সোমবার সকালে মোহাম্মদ জিয়াকে উদ্ধার করেন। উদ্ধার দুইজনেই এখন নিজেদের বাড়িতে অবস্থান করছেন বলে জানান তিনি।
উদ্ধার জেলের দেওয়া তথ্য মতে ঘটনার পর নিখোঁজ অপর দুই জেলেকেও তারা সাগরে ভাসতে দেখেছেন। তবে এখন তাদের ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত নন।