সম্প্রীতি মৎস্য প্রকল্পে ৪ হাজার মাছের পোনা অবমুক্তকরণ

13

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের সম্প্রীতি মৎস প্রকল্প-১ এ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে একটু জমিও যেন পতিত না থাকে, প্রধানমন্ত্রীর এ আহবানকে সফল করতেই সেনাবাহিনী প্রধান এবং জিওসি ২৪ পদাতিক ডিভিশনের দিক নির্দেশনায় পতিত ডোবা এবং লেকসমূহে মৎস্য চাষের উদ্যোগ গ্রহণ করেছে গুইমারা রিজিয়ন।
সকালে রিজিয়নের সম্প্রীতি মৎস প্রকল্পে-১ এর মাছের পোনা অবমুক্ত করেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন। এবার কাতল, সিলভার কার্প, রুই, কালিবাউস, গ্রাস কার্প এবং সরপুটিসহ প্রায় ৪ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় গুইমারা রিজিয়নর বিএম মেজর মো. আহসান উজ জামান সহসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।