সব ধরনের সহযোগিতা নিয়ে হতাহতদের পাশে কর্তৃপক্ষ

311

নিজস্ব প্রতিবেদক

সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে কেশবপুর এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ডিপোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে ডিপোতে আগুন লাগে। তবে কি কারণে আগুন লেগেছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
আগুনে আহতদের দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষ যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গতকাল রাত পৌণে দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্তও ফায়ার সার্ভিসের ১৬টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। সে সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিএম কর্তৃপক্ষের বক্তব্য :
কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে আমরা এখনো নিশ্চিত নই। তবে কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি। নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা হতাহতদের পাশে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করবো। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমরা বহন করবো। এ দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সকল হতাহতের পরিবারের দায়িত্ব নেয়া হবে।
এদিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের আটটি ইউনিট কাজ করছে। আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়, সেখান আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের সূত্রপাত কিভাবে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহদাৎ হোসেন বলেন, “আমি ঘটনাস্থলে এসেছি, আগুনের লেলিহান শিখা ডিপো এলাকার চারদিকে ছড়িয়ে পড়ছে। হতাহতের বিষয় সঠিক করে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে।”