সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

9

সন্দ্বীপ প্রতিনিধি

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কালাপানিয়া ইউনিয়নের সেরাজুল মাওলা চৌধুরী সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় শিশুটি। এসময় শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা সেলিম নামে এক ব্যক্তিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মাসে ঝড়ের কবলে পড়ে খুঁটিটি হেলে পড়ে। ফলে তারের জয়েন্ট পানিতে পড়ে থাকে। এতে পানি স্পর্শ করার পর শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। তারা জানান, বিষয়টি আগে থেকেই বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালেও এ ব্যাপারে তারা কোন পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে সন্দ্বীপ বিদ্যুৎ বিভাগের সহকারী আবাসিক প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, ‘বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এমন অভিযোগ আমাকে কেউ করেনি। এখন জানতে পেরেছি লাইনম্যান বিকাশকে বিষয়টি স্থানীয়রা অবগত করেছিল। তবে বিকাশ আমাকে তা জানায়নি। শুনেছি পুকুরের সব মাছ মারা গেছে। তখন সেখানকার বাসিন্দাদের উচিত ছিল বিষয়টি জানানো এবং সবাইকে সাবধান করা। এছাড়া স্থানীয় চেয়ারম্যানও বিষয়টি জানাননি। আমি এটার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।’ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘সন্দ্বীপে গ্রামের মানুষ সহজ-সরল। তাদের সচেতনতার অভাব রয়েছে।’
কালাপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুর রাজি টিটু বলেন, ‘লাইনম্যান বিকাশকে আমি বিষয়টি অবহিত করি এবং বলি যাতে এটি দ্রুত সংস্কার করে।’ তিনি বলেন, ‘খুঁটি হেলে পড়ার পর যদি এটি ঠিক করা হতো তাহলে হয়তো আজ এই শিশুটি মৃত্যুবরণ করতো না। এটি বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারণে হয়েছে। তারা বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে হবে না।’