সংসদ সদস্য মোছলেম উদ্দিন গুরুতর অসুস্থ

8

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি গুরুতর অসুস্থবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন বিকালে তিনি অসুস্থবোধ করলে হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ১৬ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই নেতার পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত মোছলেম উদ্দিন আহমেদ। সিঙ্গাপুরে চিকিৎসা করে রাজনৈতিক সভা-সমাবেশে নিয়মিত অংশ নেন তিনি। গত ১২ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে পুনরায় সভাপতি মনোনীত হওয়ার পর ওমরা করতে যান। ২২ ডিসেম্বর ওমরা পালন শেষে দেশে ফিরেন। ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে যোগ দেন। এরমধ্যে অসুস্থ হয়ে পড়লে দ্বিতীয় অধিবেশনে যোগ না দিয়েই হাসপাতালে ভর্তি হন।
সাংসদ মোছলেম উদ্দিন আহমদের ঘনিষ্টজন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন পূর্বদেশকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা লোক সমাগম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রাজনীতির মাঠের মানুষ হিসেবে তিনি সভা-সমাবেশ থেকে দূরে থাকতে পারেননি। সংগঠনের জন্য নির্ঘুম রাত কাটিয়েছেন। গত ডিসেম্বর মাসজুড়ে রাজনৈতিক ব্যস্থতায় কেটেছে উনার দিনকাল। এর মধ্যে গত ২৪ ডিসেম্বর আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হন। এখনো পর্যন্ত সুস্থ আছেন। দেখতে যাওয়া নেতাকর্মীদের সাথে কথাও বলছেন। বয়স বেশি হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। যে কারণে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছেন।’
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এমপি’র রোগমুক্তি কামনায় চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদে আসর চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মো. ইদ্রিচ, আবুল কালাম চৌধুরী, আবু সাঈদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন বাবুল, আলতাফ হোসেন বাচ্চু, সফর আলী, মশিউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম চিশতি, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ মঈনুদ্দীন, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনছুর, আবু জাফর, আব্দুল কাদের সুজন, নুরুল আবসার চৌধুরী, খোরশেদ আলম, বোরহান উদ্দিন এমরান, আব্দুল হান্নান মঞ্জু, আবু সুফিয়ান, গোলাম ফারুক ডলার, সৈয়দুল মোস্তফা রাজু, ছিদ্দিক আহমদ বি.কম, মোস্তাক আহমদ আঙ্গুর, আব্দুল মতিন চৌধুরী, আইয়ুব আলী, মাহববুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, মো. মুছা, আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, আ.ক.ম শামসুজ্জামান, হারুন উর রশিদ, রেজাউল করিম চৌধুরী রাজা, আব্দুল জব্বার চৌধুরী, আব্দুল মান্নান, ফারুক চৌধুরী, দিদারুল ইসলাম, আতিকুর রহমান, মো. জোবায়ের, এস.এম. বোরহান উদ্দিন, আবু তাহের প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এমপি’র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব হাফেজ মৌলানা জালাল উদ্দিন আল কদেরী।