শাহ আমানতে ৮১৪ কার্টন সিগারেট জব্দ

29

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১৪ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। এর আগে সোমবার একই ফ্লাইটে আসা ৫৪৭ কার্টনে আনা ১ লাখ ৯ হাজার ৪০০ শলাকা সিগারেট ও রিদমি ব্র্যান্ডের ২০টি মোবাইল সেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল জানান, ঘোষণা বহির্ভূত ‘ইজি’ ব্র্যান্ডের সিগারেটের একটি চালান জব্দ করেছেন কাস্টম হাউসের কর্মকর্তারা। চোরাচালান, মিথ্যা ঘোষণা, রাজস্ব ফাঁকি ও আমদানি নিষিদ্ধ পণ্য প্রতিরোধে কাস্টম হাউস কর্তৃপক্ষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে চালানগুলো ধরা পড়ছে।
কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মুসা খান জানান, আবদুল কাদের মোল্লা, মো. ইয়াসিন ও মো. আসাদ নামের তিন যাত্রীর কাছে সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়। তাদের সাময়িকভাবে আটক করা হয়েছে।
তিনি জানান, প্রতি কার্টনে ২০০ শলাকা সিগারেট রয়েছে। আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ২১ হাজার টাকা।