শাহাদাত-বক্করসহ ২৩ বিএনপি নেতার আগাম জামিন

2

নিজস্ব প্রতিবেদক

পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৩ নেতা।
গতকাল রবিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আগাম জামিন মঞ্জুর করেন।
আগাম জামিনপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, ইস্কান্দর মির্জা, শাহ আলম, আব্দুল মান্নান, সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ, এম, রাশেদ খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক মো. গোলজার হোসেন, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মো. আলী সাকি, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রায়হান আলম, যুবদনেতা মো. কফিল উদ্দিন।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এড. আবদুল মান্নান ও এড. মুজিবুর রহমান।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কেন্দ্রঘোষিত মহানগর বিএনপির মানববন্ধন কর্মসূচি পালনকালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ ৪৯জনকে আটক করে। পরে আরো ২৬ বিএনপি নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করে মোট ৭৫ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।