লংগদুতে ৩ ইটভাটা বন্ধ

6

লংগদু প্রতিনিধি

লংগদুতে সরকারি অনুমোদনহীন ৩টি ইটভাটার চুল্লি ভেঙে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালানো হয়। সূত্র জানায়, লংগদু উপজেলায় সরকারি অনুমোদনহীন অবৈধভাবে ইটভাটা তৈরি করে তাতে ইট পোড়ানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় পশ্চিম ভাইট্টাপাড়া এলাকার শাজাহান মিয়ার ইটভাটা, বামে আটারকছড়া এলাকার হাজী (হাজী ব্রিক্স) ইটভাটা ও বগাচতর ইউনিয়নের রাঙিপাড়া খোকন (ব্রিক্স) ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ইটভাটাগুলোতে টিনের চুল্লি ব্যবহার করে ও বনের কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো হচ্ছিল। তাই অবৈধ ইটভাটা তিনটির চুল্লি ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় জানান, পার্বত্য এলাকায় সকল ইটভাটা বন্ধ করার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেয়া হয়েছে। তাই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি অনুমোদন না নিয়ে পরিবেশের ক্ষতি করে এই তিনটি ইটভাটায় ইট তৈরি করা হচ্ছিল। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তা বন্ধ করে দেয়া হয়।