র‌্যাবের অভিযানে গ্রেপ্তার পুলিশ

52

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে ৫ হাজার ২৬০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল। গতকাল শুক্রবার র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতালের পূর্ব গেটের কাছে একটি রেস্তোরাঁর সিঁড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৪ জন হলেন- পুলিশ কনস্টেবল উপল চাকমা (৪৫) এবং নান্টু দাশ (৪২), গিয়াস উদ্দিন (৪২) ও কামরুল ইসলাম (৩০)। উপল চাকমা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখায় (সিটি এসবি) কনস্টেবল পদে কর্মরত আছেন। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদক আইনে মামলা দায়ের করেন র‌্যাব-৭ এর ডিএডি মো. শহীদুল আলম।
নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার মনজুর মোরশেদ জানিয়েছেন, ইয়াবাসহ গ্রেপ্তার চারজনকে মামলায় আসামি করা হয়েছে। গ্রেপ্তার পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।