রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসার গান শুটার’ ইদ্রিচ গ্রেপ্তার

8

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে ১টি দেশীয় তৈরি অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ কথিত আরসা কমান্ডার জুবায়ের গ্রুপের গান শুটার রোহিঙ্গা মো. ইদ্রিসকে (৪২) গ্রেপ্তার করেছে এপিবিএন। গতকাল সোমবার রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।
১৪ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক বলেন, কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে কথিত আরসা গ্রুপের গান শুটার ইদ্রিসকে আটক করে এপিবিএন। সে কুতুপালং ডি ব্লকের বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে। তিনি আরো বলেন, ইদ্রিস কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ডি ব্লকে কথিত আরসা নেতা জোবায়েরের পক্ষে অবৈধ প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্ম করে আসছিল।এছাড়াও জুবায়ের গ্রুপ এক সপ্তাহ আগে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের লক্ষ্যে সাধারণ রোহিঙ্গাদের উপর গুলি বর্ষণ করে। এসব ঘটনার পর থেকে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত ছিল বলে অধিনায়ক জানান।